জব পাওয়া সহজ কি ?
এজন্য আপনাকে বিভিন্ন দিক খেয়াল রাখতে হবে । যেমন : -
প্রথমত, বায়ার কি স্বল্প খরুচে ওয়ার্কার চায় নাকি বেশি খরুচে । স্বল্পখরুচে এটা বুঝবেন কিভাবে ?
অনেক সময় জব পোস্টেই উল্লেখ থাকে I need bids in the range between .5 - 1 $. Need cheap but reliable contractor so bid accordingly. তার মানে এই আপনি রেঞ্জ এর নিচে বিড করুন কাজ তাহলে মোটামুটি সিউর ।
আরেকটা ক্ষেত্রে দেখা যায় আপনি যে জব এ এপ্লাই করবেন ঐ বায়ার এর কোম্পানী তে যতজন আছে সব কন্ট্রাক্টর এর রেট মোটামুটি কম আর ফিক্সড প্রাইস এ হায়ার করা । তার মানে তার জব পোস্টেও কম রেটে বিড করুন। আর ফিক্সড প্রাইস এর ক্ষেত্রে বায়ার কে টাইমলাইন ঠিক করে দেন যে আপনি অনেক দ্রুত কাজটি শেষ করতে পারবেন ( যেমন কভার লেটার এ লিখবেন This work is too easy for me. I have done a big project almost related to this. I can do this work nearly in 3 days. If you need it hurry i can minimize my duration. আর আপফ্রন্ট পেমেন্ট চাবেন না ।
আর বেশি খরুচে হলে আপাতত নতুনদের চাপ্টার বাদ... তখন আওয়ারলি জবের ক্ষেত্রে আপনার কভার লেটার এ রিসেন্ট কমপ্লিটেড জবের অপশনে প্রাধান্য দিন । ওখানে মোটামুটি আপনার সবগুলো প্রজেক্ট এক এক করে পরিবেশন করুন । আর ফিক্সড প্রাইস এর ক্ষেত্রে আপফ্রন্ট পেমেন্ট অর্ধেকের বেশী ধরুন ।
দ্বিতীয়ত, প্রথম বিডার হবার চেষ্টা করুন । কারন একটা জব - পোস্ট এর প্রাথমিক অবস্থায় বায়ার অনলাইন থাকে বেশি ।
তৃতীয়ত, বেশি বিডার থাকলে আর কেঊ যদি ইন্টারভিউ তে না থাকে... তাহলে বুঝবেন উনি কমদামী বিডার খুজছেন । তাই তিন ভাগের এক ভাগ বিডে চালিয়ে যান কারন নাই মামার চেয়ে কানা মামা ভাল । যেমনঃ
Employer Activity on this Job:
Last Viewed : 2 hours ago
Applicants: 45 (avg $1.85 hr)
Interviewing: 0
এখানে আপনি বিড করবেন 1.85/3= 0.62
চতুর্থত , ইন্টারভিউ এর মদ্ধে কেউ থাকলে আপনাকে অবশই লক্ষ রাখতে হবে তাদের এভারেজ এর উপর । এভারেজ টাই বিড করুন আর applicant list থেকে দেখে নিন ওদের সাথে পাল্লা দিতে পারবেন কিনা ? নাহলে আপাতত একটা এপ্লিকেশন স্প্যাম না করাই ভাল ।
Employer Activity on this Job:
Last Viewed : 2 hours ago
Applicants: 45 (avg $2.14/hr)
Interviewing: 3 (avg $1.85/hr)
পঞ্ছমত, বিড করুন একটা নির্দিষ্ট সময় পর পর । ধরুন সর্বনিম্ন ১৫ মিনিট । আপনি একটা জব এ এপ্লাই করলেন । আপনার কভার লেটার ভালো হলে এমপ্লোয়ার আপনার প্রোফাইল ভিজিট করবে । আর উনি যদি দেখেন আপনি আধ ঘন্টায় ১০ টা জব এ এপ্লাই করেছেন । তার মানে আপনি স্প্যামার এমনটি ভাববে বায়ার।
টাকার কোন রিস্ক আছে কি ?
মোটামুটি সবার জানা আছে টাকার কোন রিস্ক নাই । কারন মার্কেটপ্লেস বায়ারের কাছ থেকে টাকা অগ্রিম নিয়ে থাকে এবং কাজটি কম্পিলিট হলে ফ্লিল্যান্সারকে তা প্রদাব করবে।
গুরুত্ব পূর্ণ কিছু কথা :
• যে সকল কাজের কথা বলা আছে শুধু একটু মাথাখাটিয়ে মনে সাহস রেখে সামনে এগিয়ে যাবেন। ফ্রীলান্সার এ কাজ পাবার জন্য কখনও নিজেকে ছোটো করবেন না । বিড করার সময় তারাহুরা করবেন না । এমন একটা ভাব ধরুন যে আপনি চরম এক্সপার্ট , নিজের ব্যক্তিত্ব নিয়ে বিড করুন। সবাই আপনার ব্যক্তিত্ব কে সম্মান করবে ।
• যে কাজ পারবেন না তাতে বিড না করাই ভালো । কারন আপনি যদি কাজ টি ঠিক মত শেষ করতে না পারেন । তাহলে ক্লায়েন্ট আপনাকে Bad Review দিতে পারে । আর Bad Review অথবা Incomplete Project যদি আপনার প্রোফাইল এ যোগ হয়ে যায় তখন আর কাজ পাওয়া অসম্ভব হয়ে যাবে ।
• কোন কাজ পাবার আগেই ক্লায়েন্ট এর সাথে পেমেন্ট মেথড সম্পর্কে কথা বলে নিন । একটা কথা মনে রাখবেন । ফ্রীলান্সার এ প্রতিযোগিতা টা মুলত বিভিন্ন দেশ এর সাথে । তাহলে এবার নিজেকে একজন সত্যিকারের কর্মী হিসেবে তৈরি করি।