Tutorial

আউটসোর্সিং কি ?

আউটসোর্সিং এবং অফশোর আউটসোর্সিং (Offshore Outsourcing) কি এবং কেন করা হয় । আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়া ।

ফ্রিল্যান্সিং কি ?

ফ্রিল্যান্সিং (Freelancing) কি এবং কিভাবে একজন ফ্রিল্যান্সার হওয়া যায় । নিজেকে আত্বনির্ভরশীল করার লক্ষ্যে সিমীত সময়ের জন্য যে কাজে নিজেকে নিয়োগ করা হয় তাকে ফ্রিল্যান্সিং বলে ।

জব পাওয়া সহজ কি ?

বায়ার কি স্বল্প খরুচে ওয়ার্কার চায় নাকি বেশি খরুচে । স্বল্পখরুচে এটা বুঝবেন কিভাবে ? প্রথম বিডার হবার চেষ্টা করুন বেশি বিডার থাকলে আর কেঊ যদি ইন্টারভিউ তে না থাকে...

কেন আমরা ফ্রিল্যান্সার হতে চেয়েও হতে পারি না ?

আমার মনে হয় যে পাঁচটি কারনে অনেকেই ফ্রিল্যান্সার হতে চেয়েও হতে পারে না । কারন পাঁচটি নিম্নরুপ : টাকা আকাশে উড়ে ; আমি উনার মতো এইটা - ঐটা হবো;